greenbanglaebike.com
  • 0

About Us

Home About

আস্ সালামু আলাইকুম।

গ্রীনবাংলা ই-বাইকে আপনাকে স্বাগতম। 

"সবুজের সাথে, আগামীর পথে" শ্লোগান নিয়ে ২০২২ গ্রীনবাংলা ই-বাইক যাত্রা শুরু করে। শুরু থেকেই আমরা মান সম্মত ইলেক্ট্রিক বাইক (ই-বাইক) আমদানি করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছি। আমরাই ইলেক্ট্রিক বাইকের প্রধান ৪টি আইটেম যেমন- মোটর, কন্ট্রোলার, ব্যাটারী ও চার্জারের ওয়ারেন্টি দিয়ে থাকি। আমাদের সকল মডেলের বাইকের ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি বিদ্যমান আছে। গ্রীনবাংলা ই-বাইক সততার সাথে কোয়ালিটি ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে গ্রাহক সেবা দিতে অংগিকারাবদ্ধ।একদল প্রশিক্ষিত দক্ষ টেকনিশিয়ান (ডিপ্লোমা ইন্জিনিয়ার) দ্বারা আমরা ইলেক্ট্রিক বাইক (ই-বাইক) ডেলিভারি ও সার্ভিসিং করে থাকি।

গ্রীনবাংলা ই-বাইক কে পছন্দ করার জন্য ধন্যবাদ।

Store Address

Nadian Tower, 89/7, Maniknagor Bishwa Road, Gopibag, Dhaka

Contact No.

01966666306

© 2025 GreenBangla E-Bike. All Rights Reserved
System developed by Funnel Liner